Mamata Banarjee: অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। যা দেশজুড়ে কৃষক আন্দোলনের ফসল। এই জয় অন্নদাতা কৃষকদের জয়। তাঁদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : Farm Law: মোদি যুগের শেষের শুরু হল, বললেন সুখেন্দুশেখর রায়

সেইসঙ্গে কৃষকদের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন একটি কবিতা। যা সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘‘অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই” – এই কথামালায় শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা। কৃষকদের সংগ্রাম, আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে কবিতার স্রোত। মধ্যভাগে শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন, সেকথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন – ”দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। আর শেষভাগে সেই জীবনের জয়গান – ”তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে”

Latest article