প্রতিবেদন : দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লিগ ঢুকেছে মহমেডান তাঁবুতে। উৎসবের আবহ সাদা-কালো শিবিরে। সব থেকে বড় সেলিব্রেশন হবে আগামী কয়েকদিনের মধ্যে।
ময়দানের ক্লাব তাঁবুতেই জমকালো অনুষ্ঠানে লিগ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে ক্লাব। কোচ, ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে মহমেডান কর্তারা আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই ফুটবলারদের সংবর্ধিত করতে চান ক্লাব কর্তারা।
আরও পড়ুন-Jago Bangla Stall: “জাগো ভারত” ডাক তৃণমূলের*
মহমেডান সচিব দানিশ ইকবাল বলেছেন, “আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি যেদিন আমাদের সময় দেবেন সেদিনই আমরা অনুষ্ঠান করব। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ফুটবলারদের আরও উজ্জীবিত করবে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে কলকাতা প্রিমিয়ার লিগে খেলা সমস্ত ক্লাবকেই আমরা আমন্ত্রণ জনাব।
মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবকেও নিমন্ত্রণ করব। আইএফএ কর্তারাও থাকবেন। এছাড়া ১৯৮১ সালের লিগ জয়ী দলের সব সদস্যকেই আমন্ত্রণ জানাবে ক্লাব। সবাইকে নিয়েই হবে উৎসব।” শুক্রবার সকালে রেড রোডের ধারের ক্লাব তাঁবুতে হল পতাকা উত্তোলন।
আরও পড়ুন-গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চায় তৃণমূল
বৃহস্পতিবার রাত পর্যন্ত সেলিব্রেশনের পর এদিন সকালেও কোচ, ফুটবলাররা আসেন ক্লাবে। ছিলেন কর্তারাও। সবার উপস্থিতিতেই হল পতাকা উত্তোলন। বেশ কিছু সমর্থকও তাঁবুতে হাজির হয়েছিলেন। ফুটবলারদের সঙ্গে ছবিও তুললেন তাঁরা। লিগ জয়ের পর এবার মহমেডানের লক্ষ্য আইএফএ শিল্ড জয়।
আই লিগের মহড়া শিল্ডেই সারতে চাইছে কলকাতা লিগের চ্যাম্পিয়নরা। শনিবার থেকেই মার্কাস, ফৈয়াজরা শুরু করে দেবেন শিল্ড প্রস্তুতি। নতুন এক আক্রমণাত্মক মিডফিল্ডার নিচ্ছে ক্লাব। তবে আই লিগের আগে নতুন বিদেশিকে পাওয়া যাবে না।