চেন্নাই : ২০২২ আইপিএলে তিনি খেলবেন কি না, তা নিয়ে আরও একবার নিজের বক্তব্য জানিয়ে জল্পনা ওড়ালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। শনিবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) অধিনায়ক তাঁর আইপিএল (IPL) হোমে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্ডিয়া সিমেন্টসের অনুষ্ঠানে ছিলেন সিএসকে কর্ণধার তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনও। এদিনের অনুষ্ঠানে চতুর্থবার আইপিএল জয়ের সেলিব্রেশনও হল ইয়েলো ব্রিগেডের।
সেখানে ধোনি বলেন, ‘‘পরের আইপিএল অনেক দেরি। এখন নভেম্বর মাস। আইপিএল এপ্রিলে। সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও সময় আছে।” এরপরই পুরো ব্যাপারটা খোলসা করে সিএসকে (Chennai Super kings) অধিনায়ক বলে দিলেন, ‘‘আমার ক্রিকেট নিয়ে সর্বদাই পরিকল্পনা করেছি। আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল রাঁচিতে ঘরের মাঠে। আশা করি, আমি শেষ টি-২০ খেলব চেন্নাইয়ে। সেটা আগামী বছর নাকি পাঁচ বছরের মধ্যে কোনও একটা সময়, আমি জানি না।”
আরও পড়ুন: Rohit Sharma: এত প্রভাব কম লোক ফেলেছে, বললেন রোহিত
এদিন অনুষ্ঠান চলাকালীন দৃশ্যতই আবেগে ভেসে গিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘‘মনে পড়ছে এই চেন্নাইয়েই আমার টেস্ট অভিষেক ঘটেছিল। এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে। তামিলনাডুতেও অনেক কিছু শিখেছি। কীভাবে নিজেকে মেলে ধরতে হয়। কীভাবে খেলাটা উপভোগ করতে হয়।’’ তিনি আরও বলেন, ‘‘মনে আছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার হওয়া সত্ত্বেও শচীন পাজিকে (তেন্ডুলকর) চিপকের স্টেডিয়াম ভর্তি দর্শকরা কীভাবে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। এই কারণেই চিপকে জীবনের শেষ টি-২০ ম্যাচটা খেলতে চাই।’’
আইপিএলে নতুন দু’টি দল যুক্ত হয়েছে। আগামী বছর মেগা নিলাম। তিনি কি অন্য দলে যোগ দিতে পারেন? এই প্রসঙ্গে সম্প্রতি আইপিএল জেতার পর ধোনি (Mahendra Singh Dhoni) বলেছিলেন, ‘‘সেটা বিসিসিআই-এর উপর নির্ভর করছে। নতুন দু’টি দল আসায় আমাদের ভাবতে হবে সিএসকে-র জন্য কোনটা ভাল হবে। তিন-চার জন ক্রিকেটার নয়, আমাদের আগামী ১০ বছরের কথা ভেবে দল তৈরি করতে হবে।”