Rohit Sharma: এত প্রভাব কম লোক ফেলেছে, বললেন রোহিত

থ্যাঙ্ক ইউ সুপারম্যান, বলছে ক্রিকেট দুনিয়া

Must read

নয়াদিল্লি: উল্টোদিকে দাঁড়িয়ে এবি ডি’ভিলিয়ার্সকে (AB De Villiers) দেখা এক দারুণ অভিজ্ঞতা। বললেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) এই তারকা ব্যাটসম্যান। যাঁকে নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) বলেছেন, তাঁদের সম্পর্ক থেকে যাবে চিরকাল।

এবি ও বিরাট বহু বছর একসঙ্গে আরসিবিতে খেলেছেন। তাঁদের পারস্পরিক বোঝাপড়াও দারুণ। কিন্তু এবি-তে মজেছেন রোহিতও। যিনি বরাবর তাঁর উল্টোদিকের দলে খেলেছেন। রোহিত (Rohit Sharma) বলেছেন, ‘‘খুব বেশি লোক এই খেলাটার উপর এত বেশি প্রভাব ফেলেনি, যতটা এবি ফেলেছে। অন্যদিকে দাঁড়িয়ে ওর খেলা দেখা সত্যিই দারুণ দৃশ্য। হ্যাপি রিটায়ারমেন্ট এবি। তোমার ও তোমার পরিবারের প্রতি শুভেচ্ছা থাকল।”

আরও পড়ুন: Pat Cummins:  অ্যাসেজে নেতা সম্ভবত কামিন্স

২০১৮-তে টেস্ট ও একদিনের ম্যাচ থেকে অবসর নিলেও এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলেছেন এবি। যাঁকে বলা হত সুপারম্যান। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারতেন অনায়াসে। আইপিএলে (IPL) অনেকগুলি মরশুম কাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও। বিদায়ী ট্যুইটে এবি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। টি-২০তে ১৫০.১৩ স্ট্রাইক রেট নিয়ে কেরিয়ার শেষ করলেন তিনি। এরমধ্যে চারটি সেঞ্চুরি ও ৬৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এবির অবসরে নিজের প্রতিক্রিয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছেন, ‘‘আমি খুব ভাগ্যবান যে ওর সঙ্গে খেলেছি। ওর অধিনায়কও ছিলাম। এবি ছিল টিমম্যান। দলের দরকারে সবসময় এগিয়ে এসেছে। একই আবেগ নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটিং, বোলিং ও উইকেটকিপিং করেছে। যে কোনও অনুরোধে ও ঝাঁপিয়ে পড়ত। ও যে কত বড় ফিল্ডার ছিল, তার উল্লেখ না হয় না-ই করলাম।”
এবি-র অবসরে প্রতিক্রিয়া এসেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের থেকেও। সতীর্থ ফাফ ডুপ্লেসি বলেছেন, স্পেশাল কেরিয়ার। শিখর ধাওয়ানের বক্তব্য হল, ‘‘ক্রিকেটে তোমার অবদান বিশাল।”

Latest article