দুলাল সিংহ, বালুরঘাট : কোভিড আবহের জেরে চলতি বছরেও বোল্লা রক্ষাকালীমাতার পুজো উপলক্ষে মেলা বসবে না, সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসনের। উত্তরবঙ্গের বড় মেলার মধ্যে বোল্লা মেলা অন্যতম। প্রতি বছর এই পুজো উপলক্ষে বসা মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় বোল্লা এলাকায়। কোভিড কারণে গত বছর বোল্লা মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। বন্ধ রাখা হয়েছিল ভক্তদের মানত করা পাঁঠাবলিও। এ বছর ২৬ নভেম্বর বোল্লা রক্ষাকালী পুজোর দিন ঠিক হয়েছে। বছর পেরিয়ে গেলেও কোভিডমুক্ত হয়নি জেলা, তাই পুজো হলেও এ বছরেও মেলা হবে না। বন্ধ থাকবে বলিও। ইতিমধ্যেই জেলা প্রশাসন আধিকারিকরা পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। পুজো কমিটির ম্যানেজার দীপক কর্মকার বলেন, ভক্তদের প্রতিমাদর্শন করাতে চান। সেই আবেদনের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কমিটির সভাপতি পল্লব চৌধুরি জানিয়েছেন, সমস্ত কোভিডবিধি মেনেই পুজো হবে।