কাঁথি পুরভোট ২১-০ করতে চায় তৃণমূল

Must read

সংবাদদাতা, কাঁথি : ২১-এর বদলা নিতে হবে ২১ দিয়ে। আসন্ন কাঁথি পুরসভা ভোটে ২১টি ওয়ার্ডে জিতে বিজেপিকে নিল গেম দিতে হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ কাঁথি আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কিন্তু পুরভোটে দলের পক্ষে ২১-০ ফল করে বিজেপিকে কাঁথি ছাড়া করার টার্গেট বেঁধে দিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার কাঁথি হাই স্কুলে আয়োজিত বিজয়া ও দীপাবলি সম্মিলনীতে জেলা নেতৃত্ব কর্মীদের কাছে সেইমতো প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সভায় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন মেলা হচ্ছে না বোল্লা রক্ষাকালী পুজোয়

দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি বলেন, ‘গত বিধানসভা নির্বাচনের মতো বিজেপি পুর নির্বাচনেও অনেক কুৎসা করতে পারে। তৃণমূল কংগ্রেস কর্মীদের নানা প্রলোভন দেখাতে পারে। কিন্তু ফাঁদে পা না দিয়ে দলের সৈনিকদের শিরদাঁড়া সোজা রেখে লড়াই করতে হবে।’ সভায় বিজেপির সুকোমল মাইতি ও সিপিআইয়ের উত্তম প্রধানের নেতৃত্বে প্রায় ১০০ জন কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ছিলেন উত্তর কাঁথির কো-অর্ডিনেটর তরুণ জানা, শহর সভাপতি কমলেন্দু পাহাড়ি, পুর প্রসাশক হরিসাধন দাস অধিকারী, উপ-পুর প্রশাসক দেবাশিস পাহাড়ি, প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, সংখ্যালঘু সেলের নেতা শেখ সাত্তার প্রমুখ।

Latest article