ক্লাসের সময় বদল

দশম ও দ্বাদশের ক্লাস শুরু হচ্ছিল ১১টা থেকে। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হচ্ছিল সব পড়ুয়াদের।

Must read

প্রতিবেদন : করোনা কাল কাটিয়ে সদ্য রাজ্যে দরজা খুলেছে স্কুল। ক্লাস শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। ভিড় আটকাতে দু’ভাগে ভাগ করে ক্লাস হচ্ছে এই চার শ্রেণির। কিন্তু সেই মডেলে কিছু অসুবিধা হওয়ার ফলে এবার ক্লাসের নির্ঘণ্ট বদল করল রাজ্য সরকার। স্থির হয়েছে, এবার থেকে প্রতিদিন নয়, স্কুলে জোড়-বিজোড় নিয়মে ক্লাস নেওয়া হবে।

আরও পড়ুন-অডিও ক্লিপ যাঁর, তিনিই এখন চুপ

দশম ও দ্বাদশের ক্লাস হবে সোমবার-বুধবার ও শুক্রবার। নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিতে। শনিবার কোনও ক্লাস নয়। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত থাকছে ক্লাসের সময়সীমা। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চালু হয়েছে স্কুল। ভিড় এড়াতে নবম ও একাদশ শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছিল সকাল ১০টা থেকে।

আরও পড়ুন-ঘরেই বয়কট বিজেপি, না জানিয়ে কমিটি, দলেই বিক্ষোভ চরমে,অনুপস্থিত অনেকে

দশম ও দ্বাদশের ক্লাস শুরু হচ্ছিল ১১টা থেকে। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হচ্ছিল সব পড়ুয়াদের। কিন্তু যে সময় মেনে ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের তরফে তা বদল করার দাবি জানানো হয়। শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে চলা স্কুলে পঠন-পাঠনের বর্তমান সময়সীমা কমিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কমে যাচ্ছে বলেও শিক্ষকরা জানান।

Latest article