শীতের সঙ্গে বৃষ্টি

আকাশে জমছে মেঘ, ফলে কমছে ঠান্ডা। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও রবিবার থেকে বাড়তে শুরু করেছে।

Must read

প্রতিবেদন : নভেম্বরের শুরুতেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছিল শীতের (winter) আমেজ। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষ থেকেই আবহাওয়ায় বদল। ফের শুরু গরমজনিত অস্বস্তি। বেলা বাড়লেই শুরু গরম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে দেখা দিয়েছে উচ্চচাপ বলয়। যার জেরে একটানা জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

আরও পড়ুন-ক্লাসের সময় বদল

আকাশে জমছে মেঘ, ফলে কমছে ঠান্ডা। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও রবিবার থেকে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরের উচ্চচাপের প্রভাবে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, জানাচ্ছে হাওয়া অফিস।

তবে উচ্চচাপের ফাঁড়া কাটলেই বুধবার থেকে ফিরবে চেনা শীতের আমেজ। চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে পুরোদমে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি।

Latest article