রাজস্থানে শপথ, খুশি শচীন

নতুন মন্ত্রিসভা গঠনের জন্য শনিবার রাজস্থানের সব মন্ত্রী পদত্যাগ করেছিলেন। এদিন শপথ নেওয়া পনেরো জন মন্ত্রীর মধ্যে পাঁচজন শচীন-অনুগামী।

Must read

প্রতিবেদন : রবিবার বিকেলে রাজস্থানে শপথ নিল অশোক গেহলট মন্ত্রিসভা। মন্ত্রিসভার রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে তরুণ কংগ্রেস নেতা শচীন পাইলটের তীব্র বিরোধ চলছিল। এদিন সেই বিরোধের অবসান হল।

আরও পড়ুন-কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন মন্ত্রিসভা গঠনের জন্য শনিবার রাজস্থানের সব মন্ত্রী পদত্যাগ করেছিলেন। এদিন শপথ নেওয়া পনেরো জন মন্ত্রীর মধ্যে পাঁচজন শচীন-অনুগামী। রবিবার ১১ জন পূর্ণমন্ত্রী ও চারজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় ৪ জন দলিত ও ১ জন আদিবাসী সম্প্রদায়ের। দৃশ্যতই
খুশি শচীন বলেন ২০২৩-এর নির্বাচনে কংগ্রেস নিশ্চিতভাবে ক্ষমতায় ফিরবে। মরু রাজ্যেও বিজেপিকে উপযুক্ত জবাব দেবে মানুষ।

Latest article