এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের

এসসি ইস্টবেঙ্গল ১ জামশেদপুর ১

Must read

প্রতিবেদন : গোল করে এগিয়ে গিয়েও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। শেষ পর্যন্ত এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল মানোলো দিয়াজের দলকে। এদিন দুই বিদেশি টমিস্লাভ মার্সেলা ও ফ্রাঞ্জো প্রিসকে রেখেই রক্ষণ সাজিয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। দু’জনেই চমৎকারভাবে নেতৃত্ব দিলেন লাল-হলুদ রক্ষণকে।

আরও পড়ুন-রাজস্থানে শপথ, খুশি শচীন

অন্যদিকে, ফরোয়ার্ড লাইনেও দুই বিদেশিকে রেখে শুরু করেছিলেন মানোলো। সবার নজর ছিল ড্যানিয়েল চিমার দিকে। নাইজেরীয় স্ট্রাইকার অবশ্য অভিষেক ম্যাচে হতাশই করলেন। দ্বিতীয়ার্ধে চিমাকে তুলে নিয়ে আমির দারভিসেভিচকে মাঠে নামান মানোলো। তবে নজর কাড়লেন আরেক বিদেশি ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ।

আরও পড়ুন-কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের

ম্যাচের শুরুটা বেশ তেড়েফুঁড়েই করেছিল ইস্টবেঙ্গল। দু’মিনিটেই কর্নার আদায় করে নিয়েছিল লাল-হলুদ। ১৮ মিনিটেই সেটপিস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়ান স্টপার ফ্রাঞ্জো প্রিস। কর্নার থেকে বল বিপন্মুক্ত করতে পারেনি জামশেদপুর রক্ষণ। জটলার মধ্যে থেকে সাইড ভলিতে চমৎকার গোল করেন প্রিস। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কর্নার থেকেই গোল শোধ করে দেন জামশেদপুরের বিদেশি ডিফেন্ডার পিটার হার্থলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লাল-হলুদ রক্ষণে চাপ বাড়াতে থাকে জামশেদপুর। ৪৯ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া নেরুজাস ভালাসকিসের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন অরিন্দম। ম্যাচের বাকি সময়ও ইস্টবেঙ্গলকে বেশ চাপে রেখেছিল জামশেদপুর। তবে কোনও বিপদ ঘটেনি।

Latest article