প্রতিবেদন : কলকাতা ম্যাচের আগেরদিন ইডেন কিউরেটর বলেছিলেন, উইকেট ভাল হয়েছে। অন্তত ১৬০ রান হবে। কিন্তু তাকেও ছাপিয়ে গিয়ে ৭ উইকেটে ১৮৪ রান তুলে নেয় ভারত। সুজন এদিন বলছিলেন, বায়ো-বাবলে থাকার জন্য বেশ কিছুটা দূরে থেকেই উইকেটের প্রশংসা করে যান ভারতীয় দলের হেড কোচ। যিনি এই ইডেনে কুড়ি বছর আগে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জুটি বেঁধে ৩৭৬ রানের পার্টনারশিপ খেলে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন। রবিবার ম্যাচের শেষে দ্রাবিড় বলেছেন, ৩-০তে সিরিজ জিতলেও দলের সবাইকে মাটিতে পা রেখে চলতে হবে। আর এই সিরিজ থেকে তাঁরা যেটুকু পজিটিভ জোগাড় করতে পেরেছেন, সেটাকে পুঁজি করে সামনের ম্যাচের দিকে এগোতে হবে। ‘‘এই সিরিজে আমরা বেশ কয়েকজন তরুণকে খেলার সুযোগ দিতে পেরেছি। ওদের দক্ষতার প্রমাণ পেয়েছি। এখন এই দক্ষতার উপর আস্থা রেখে এগোতে হবে।” কয়েক মাস আগে সিনিয়র দলকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে সিরিজ জিতে ফিরেছেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ৩-০’র ক্লিন সুইপ। দ্য ওয়াল কিন্তু তাঁর কাজ শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন : বড় ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল দুই শিবিরে
এদিকে, সোমবার ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কলকাতা ছেড়ে গিয়েছেন। নিউজিল্যান্ড দলের যেসব ক্রিকেটার টেস্ট দলে নেই, তাঁরা সোজা দেশে ফিরে গেলেন। বাকিরা গেলেন কানপুরে প্রথম টেস্ট খেলতে। সেখানে প্রথম টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর। কেন উইলিয়ামসনরা গত কয়েকদিন শহরে ছিলেন। রবিবার সকালে তাঁরা সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে প্র্যাকটিসও করেন। ভারতীয় দলের দুই ক্রিকেটার দীপক চাহার ও ঈশান কিসান এদিন মুম্বই গেলেন দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সিরিজে অংশ নিতে। রোহিত এবং কয়েকজন কিউয়িদের মতোই গেলেন কানপুরে।
তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি পাবে। তোমাদের প্রতিটি লড়াইয়ের দিকে দল নিশ্চিতভাবে নজর রাখবে। এমন একবারও হবে না যে তোমাদের পারফরম্যান্স আমাদের নজরের বাইরে থেকে গেল। না, এটা হবে না। বিরাটের ছেড়ে যাওয়া নেতৃত্বের ব্যাটন হাতে তুলে প্রথম টিম মিটিংয়ে রোহিত শর্মা তাঁর সতীর্থদের ঠিক এটাই বলেছিলেন। কলকাতায় তৃতীয় টি-২০ ম্যাচের পর যা নিজেই বলেছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন : বিজেপি হঠাও ত্রিপুরা বাঁচাও, মহানগরী থেকে জেলায় জেলায় মহাপ্রতিবাদ
রোহিত জানান, নতুন কোচ রাহুল দ্রাবিড়কে পাশে নিয়ে তিনি ড্রেসিংরুমকে এই বার্তা দিয়েছেন। তাঁর কথায়, টিম ম্যানেজমেন্ট এই দিকে নজর রাখবে। ‘‘সতীর্থদের সঙ্গে প্রথম মিটিংয়ে আমি এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে, তোমরা কেউ দলের জন্য কিছু করতে চাইলে সেটা নজর এড়িয়ে যাবে না। দলের জন্য কিছু করতে চেয়ে কেউ হাত তুললে তা আমাদের চোখে পড়বেই। কোচ আর ক্যাপ্টেনের কাজ হল শুধু এটাই বলা যে, তুমি যা করতে চাইছ সেটা চালিয়ে যাও। আমরা চোখ খোলা রাখছি।” বলেছেন রোহিত।
এরই সঙ্গে ভারতীয় ক্রিকেটের হিটম্যান আরও বড় বার্তা দিয়ে বলেন, ‘‘এতে ভাল হলে ভাল, না হলেও ক্ষতি নেই। আমরা তোমার পাশে থাকব। কারণ তুমি দলের জন্য কিছু করতে চাইছ। দলের জন্য কেউ কিছু করলে সেটা ভাল লক্ষণ।” ভারতীয় ক্রিকেটের অনন্ত প্রতিভার কথা তুলে রোহিত আরও বলেছেন, একসঙ্গে সবাইকে সুযোগ দেওয়া কঠিন টিম ম্যানেজমেন্টের পক্ষে। ‘‘যারা বাইরে বসে আছে তারাও কিন্তু ভাল করেছে। তবে একটা দলে মাত্র এগারোজনই খেলতে পারে। ফলে কাজটা কঠিন। কিন্তু ব্যাকরুম স্টাফরা এটা দেখবেন যে কেউ পারফরম্যান্স করলে সেটা যেন তাদের কাছে পৌছয়।” বক্তব্য রোহিতের।