সৌম্য সিংহ : ইএম বাইপাসে দুর্ঘটনা রুখতে ব্যাপক নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। লাগাতার অভিযান চলছে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। গত কয়েকদিনে ১৫০০-র বেশি গাড়িচালক এবং স্কুটার-মোটরবাইক চালকের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। কেস দেওয়া হয়েছে, চলছে জরিমানা আদায়ও।
আরও পড়ুন-গান শুনিয়ে রোগীদের হাসপাতালে চিকিৎসা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইপাসের ১৬ কিমি রাস্তায় বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট ৬টি ট্রাফিক গার্ড এলাকাকে। বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকতে বলা হয়েছে এই ট্রাফিক গার্ড এলাকায় কর্তব্যরত অফিসারদের। শীতের কুয়াশা যাতে দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায়, সেইজন্যও নেওয়া হচ্ছে বিশেষ সাবধানতা।
আরও পড়ুন-ক্লাস নিলেন বিডিও
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেন চিংড়িহাটা মোড়ে ক্রমবর্ধমান দুর্ঘটনায়। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরেই তৎপরতা শুরু হয় পুলিশের সর্বোচ্চ স্তরে। কলকাতা পুলিশ কমিশনারেট এবং সল্টলেক পুলিশ কমিশনারেটের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়। পথচারীদের সচেতন করতে মাইকে প্রচার চালায় পুলিশ। নিরাপদে রাস্তা পারাপারের জন্য লাগানো হয় ‘বুম’। চিংড়িহাটার পাশাপাশি বিশেষ নজরদারি শুরু হয় আরও বেশ কিছু পয়েন্টে।