গান শুনিয়ে রোগীদের হাসপাতালে চিকিৎসা

Must read

সংবাদদাতা, বারাসত : উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া লাগল বারাসাত জেলা সদর হাসপাতালের প্রসূতি বিভাগে। প্রসূতি বিভাগেই থাকছে আলট্রাসনোগ্রাফি মেশিন। প্রসূতি মায়েদের মন ভাল রাখতে সর্বক্ষণ বাজানো হচ্ছে গান। স্বাভাবিক কারণেই খুশি প্রসূতি ও তাঁদের পরিবারের সদস্যরা। বারাসত জেলা হাসপাতাল বর্তমানে বারাসত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল। অন্যান্য পরিষেবা ও অত্যাধুনিক ব্যবস্থার পাশাপাশি প্রসূতি বিভাগে বিশেষ নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণে করোনা, কমছে হাসপাতালের বেড, সেফ হোম

হাসপাতালের সুপার সুব্রত মন্ডল জানান, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার তাঁর সাংসদ তহবিলের টাকায় এখন থেকে প্রসূতি বিভাগেই মধ্যেই থাকছে আলট্রাসনোগ্রাফি মেশিন। এর ফলে মায়েদের আর বাইরে ইউএসজি করাতে যেতে হবে না। এই মেশিন আগে থেকেই হাসপাতালে ছিল, কিন্তু সেটা প্রসূতি বিভাগে ছিল না। হাসপাতালে আরও একটি নতুন মেশিন বসানো হল প্রসূতি বিভাগে। পাশাপাশি প্রসূতি বিভাগে সুরের মূর্ছনায় বাঁধা হয়েছে। প্রসূতি বিভাগে সবসময় মিউজিক চলছে। এর ফলে মায়েরা হাসপাতালের বেডে শুয়েই গান শুনতে পারছেন। এই বিভাগে ভর্তি মহিলারা জানান মমতা সরকারের জমানায় হাসপাতাল আমূল পরিবর্তন হয়েছে। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন, খাবারের মানও অনেক ভাল হয়েছে।

Latest article