শহরে এসে কপিল বললেন বল করে না, হার্দিক কিসের অলরাউন্ডার?

হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে অসন্তুষ্ট ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার কপিল দেব। হার্দিককে এখন কি অলরাউন্ডার বলা উচিত?

Must read

কলকাতা, ২৬ নভেম্বর : হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে অসন্তুষ্ট ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার কপিল দেব। হার্দিককে এখন কি অলরাউন্ডার বলা উচিত? নিজেই প্রশ্ন করে উত্তর দিলেন ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক।
শুক্রবার ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন কিংবদন্তি অলরাউন্ডার। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের কোর্সে গল্ফ স্টিক হাতে দেখা যায় কপিলকে। বলেন, ‘‘অলরাউন্ডারের কাজ তো বোলিং, ব্যাটিং করা। দু’টি দায়িত্ব কি হার্দিক পালন করছে? ও বোলিং করছে না। তাহলে ওকে আমরা কি অলরাউন্ডার বলতে পারি? শুধুমাত্র ব্যাটিং দিয়ে কে কতটা ভাল অলরাউন্ডার, তা বিচার করা যায় না। ও আগে বোলিং করুক, চোটমুক্ত হয়ে ফিট হোক।’’

আরও পড়ুন-লড়ে হার মনীষাদের

এরপর কপিল যোগ করেন, ‘‘হার্দিক ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। ওকে অনেক ম্যাচ খেলতে হবে। পারফরম্যান্স করতে হবে, বোলিং করতে হবে। তবেই আমরা বলব,হার্দিক অলরাউন্ডার।’’ তবে কপিলের কাছে এই মুহূর্তে সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বিশেষ করে অশ্বিনকে নিয়ে উচ্ছ্বসিত হরিয়ানা হ্যারিকেন।

আরও পড়ুন-Debesh Chattopadhyay: আমি অভিনেতাদের কোনও ইনস্ট্রাকশন দিই না

ভারতীয় দলের কোচের হটসিটে বসেছেন রাহুল দ্রাবিড়। কপিল মনে করছেন, ক্রিকেটার দ্রাবিড়ের থেকে কোচ হিসেবে বিরাট সাফল্য পেতে পারেন একদা ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘‘দারুণ মানুষ দ্রাবিড়। একইসঙ্গে দুর্দান্ত ক্রিকেটার ছিল। ক্রিকেটার হিসেবে যে সাফল্য পেয়েছে, তার থেকেও বেশি সাফল্য ও কোচ হিসেবে পাবে। কারণ, ক্রিকেটে ওর থেকে ভাল কেউ করেনি। আমি খুব আশায় আছি।’’

Latest article