প্রতিবেদন : কলকাতা থেকে লন্ডন, শিকাগো, নিউ-ইয়র্কের মতো একাধিক শহরে সরাসরি বিমান চালানোর প্রস্তাব নিয়ে এবার রাজ্য বিধানসভায় আলোচনা হবে। এই মর্মে আসন্ন অধিবেশনে একটি প্রস্তাব আনছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অধ্যক্ষ ওই প্রস্তাব নিয়ে আলোচনায় সম্মতি দিয়েছেন। আগামী ২৭ তারিখ ওই প্রস্তাবের উপর আলোচনা হবে বলে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। এই প্রথম রাজ্য বিধানসভায় বিমান চলাচল সংক্রান্ত কোনও প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন-বনগাঁ পুরসভার পুস্তিকা প্রকাশ
বর্তমানে ইউরোপের কোনও দেশের সঙ্গে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ নেই। ১৫ বছর আগে শেষবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিল ননস্টপ উড়ান। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার এব্যাপারে বিধানসভায় প্রস্তাব পাশ করার মধ্য দিয়ে বিষয়টিতে গতি আনতে চায় রাজ্য সরকার।
আরও পড়ুন-শূন্যের গেরো কাটাতে বিজ্ঞাপন দিয়ে ভোটকুশলী চায় সিপিএম, কটাক্ষ তৃণমূলের
এদিন বিধানসভায় ছিল বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। বৈঠকের শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত যা সূচি এসেছে, তাতে সোমবার শোকপ্রস্তাব পাঠের মাধ্যমে শীতকালীন অধিবেশন শুরু হবে। তারপর ২৬ এবং ২৭ তারিখ সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি প্রস্তাব নিয়ে আসছেন৷ কলকাতা বিমানবন্দর থেকে অতীতে সহজে ব্রিটেন ও আমেরিকায় যাওয়ার যে আন্তর্জাতিক বিমানগুলি চালু ছিল, সেগুলি আবার পুনরায় যাতে চালু করা হয় তা নিয়েই প্রস্তাব আনছেন তিনি। একই সঙ্গে অধ্যক্ষ আরও জানান, এই শীতকালীন অধিবেশনে ওয়াকফ নিয়েও একটি প্রস্তাব আসতে চলেছে। তবে কবে এই প্রস্তাব আসবে তা নিয়ে এখনই নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেননি তিনি। আগামী ২৭ তারিখ আরও একবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে৷ সেখানেই এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও দীর্ঘদিন পর বিধানসভায় এবার একটি প্রাইভেট মেম্বার বিল আসতে চলেছে।