শূন্যের গেরো কাটাতে বিজ্ঞাপন দিয়ে ভোটকুশলী চায় সিপিএম, কটাক্ষ তৃণমূলের

বিধানসভায় শূন্য। লোকসভাতেও শূন্য। মহাশূন্যে ভাসমান সিপএম ভোট বৈতরণী পেরতে রাজনৈতিক বিশ্লেষক চেয়ে নিয়োগ বিজ্ঞাপন দিল সিপিএম।

Must read

প্রতিবেদন : বিধানসভায় শূন্য। লোকসভাতেও শূন্য। মহাশূন্যে ভাসমান সিপএম ভোট বৈতরণী পেরতে রাজনৈতিক বিশ্লেষক চেয়ে নিয়োগ বিজ্ঞাপন দিল সিপিএম (CPM)। ৩৪ বছরে ক্ষমতায় থাকা দলের এহেন পরিস্থিতি দেখে তীব্র কটাক্ষ রাজনৈতিক মহলে। সিপিএম রাজ্য সম্পাদক তাঁর ফেসবুক এই বিজ্ঞাপন দিয়ে দলকে আরও হাস্যস্পদ করে তুললেন। ‘লোক খুঁজছি’ বিজ্ঞাপন। তাতে বেশ কয়েকটি পদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক চাওয়া হয়েছে। পরিস্কার হয়ে গিয়েছে দলের লোকজনকে দিয়ে আর হচ্ছে না।

আরও পড়ুন-মন্দারমণির হোটেল ভাঙায় স্থগিতাদেশ

তাই এবার পয়সা দিয়ে ভাড়া করা (৪-৮ বছরের অভিজ্ঞতা) বিশ্লেষক চাওয়া হয়েছে, যিনি পরামর্শ দেবেন পার্টিকে। সঙ্গে আবার পলিটিক্যাল ইন্টার্নেরও বিজ্ঞাপন। দুর্দশাগ্রস্ত সিপিএমকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সংগঠনটা নেই। সিপিএম বলে বাস্তবে কিছু নেই। গোটাটাই মিডিয়া আর সোশ্যাল মিডিয়া। এই বিজ্ঞাপন তারই প্রমাণ দিচ্ছে। অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন তখন কাগজে বিজ্ঞাপন দিয়ে মুখপত্রের সাংবাদিক নিতে হয়নি। অর্থাৎ এখন সংগঠনের সাপ্লাই লাইন বন্ধ। নতুন প্রজন্ম সিপিএমে আসতে চাইছে না। এটা দেউলিয়ার বিজ্ঞাপন।

Latest article