সংবাদদাতা, কৃষ্ণনগর : হাঁসখালির পথদুর্ঘটনায় প্রত্যেক মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে দু’লাখ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও অন্য বিধায়করা। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে এক বৃদ্ধার মৃতদেহ দাহ করার জন্য নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা যান ১৯ জন।
আরও পড়ুন-বাড়ি ফিরবে না ১৯ শ্মশানযাত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারপিছু দু’লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। সেই মতো এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শক্তিনগর জেলা হাসপাতালে এসে প্রত্যেক মৃতের পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘যে গাড়িটিতে মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল তার চালক মত্ত ছিলেন। সেই কারণেই দুর্ঘটনা। এর সঙ্গে পুলিশ এবং স্বাস্থ্য পরিকাঠামোর কোনও সম্পর্ক নেই। রাজ্য সরকারের তরফ থেকে যাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তাঁরা যাতে সুচিকিৎসা পান, সেই দিকেই নজর রেখেছে সরকার।’’