মধ্য কলকাতার (Kolkata) মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেল থেকে পার্ক স্ট্রিট থানার পুলিশ (Park Street police station) এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর ধৃতের থেকে একাধিক জাল নথি উদ্ধার হয়েছে। র্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করতেন বলে জানতে পারে পুলিশ। এরপর সেই হোটেলে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সেলিম মাতুব্বর নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। থানায় এনে নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন সবগুলি ভুয়ো। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারী অফিসারেরা তার থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছেন। পাওয়া গিয়েছে আধার কার্ডও।
আরও পড়ুন-শিশু-শ্রমিকে বাংলা শূন্য
ধৃত ব্যক্তি বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা। ২ বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকে সে। এর পর মধ্য কলকাতার ওই হোটেলে কাজ করতে শুরু করে। এই অবস্থায় কেন নথি যাচাই না করে বাংলাদেশি যুবককে নিয়োগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ, শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করবেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর, ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নাম নিয়ে জাল ভারতীয় নথি বানিয়েছে অভিযুক্ত সেলিম মাতুব্বর। ভারতে অনুপ্রবেশের পিছনে কোনও অসৎ উদ্দেশ ছিল কি না সেটাই এখন জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।