প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। আজ, শনিবার বারাণসীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একমাসের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রসঙ্গত,উত্তর প্রদেশের বারাণসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেমিনার হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বক্তব্য রাখার সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ।সেই থেকেই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে লড়াই শেষ করে আজ প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি।
আরও পড়ুন-রংপো ব্রিজের কাছে বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫
প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদে থাকাকালীন অবসরগ্রহণ করেছিলেন তিনি। ২৩শে অক্টোবর বারাণসীর একটি সভায় সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে রাজ্যের প্রাক্তন আইজি-র জীবনাবসান ঘটে।