এবার ডায়মন্ড হারবারে মানুষের পরিষেবায় অভিষেকের সেবাশ্রয়

অপরাজিতা বিলের প্রশংসা করে কেন্দ্রকে চাপ

Must read

প্রতিবেদন : এবার মানুষের দুয়ারে স্বাস্থ্য-পরিষেবা পৌঁছে দিতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরের ২ জানুয়ারি থেকে টানা ৭৫ দিনে ২৮০টি শিবিরে ডায়মন্ড হারবারবাসীর জন্য স্বাস্থ্য-শিবির হবে। সেখানে বিশেষজ্ঞ-চিকিৎসক মারফত একাধিক পরীক্ষানিরীক্ষা এবং প্রয়োজনে হাসপাতালে রেফারের ব্যবস্থা থাকবে। শুধু তা-ই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তাতেও সাহায্য করা হবে। এই স্বাস্থ্য-সংক্রান্ত কর্মসূচি ঘোষণা ছাড়াও এদিন ফের অ্যান্টি রেপ বিল নিয়েও মুখ খুলেছেন অভিষেক। তিনি বলেন, ধর্ষণ তখনই রোখা সম্ভব যখন এই ধরনের কড়া আইন করা হবে। রাজ্য সরকার তার কর্তব্য করে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠিয়েছে। সেই বিল রাষ্ট্রপতির কাছে ৯০ দিন ধরে পড়ে আছে। কেন্দ্র চাইলে অর্ডিন্যান্স করে আইন আনতে পারে। কিন্তু তারা করছে না।

আরও পড়ুন- প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

দেশে এই প্রথম চালু হচ্ছে সেবাশ্রয়ের মতো স্বাস্থ্যকর্মসূচি। আগামী দিনে দেশে এই সেবাশ্রয় পথ দেখাবে। একথা নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন ১,২০০ চিকিৎসক। উপচে-পড়া ওই প্রেক্ষাগৃহে ডাক্তারদের কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক ঘোষণা করলেন, সেবাশ্রয় কর্মসূচি শেষ হলে পয়লা বৈশাখের আগে বা পরে নজরুল মঞ্চ কিংবা নেতাজি ইনডোরে ৫ হাজার চিকিৎসক নিয়ে একটি মেগা কনভেনশন করবেন। যেখানে তিনি ডাক্তারদের সঙ্গে মত-বিনিময় করবেন। অভিষেক জানিয়েছেন, এক-একটি বিধানসভায় ১০ দিন করে শিবির হবে। শুধু একবার চিকিৎসা-পরামর্শ দিয়েই ক্ষান্ত থাকবে না স্বাস্থ্য-শিবির, কর্মসূচির শেষ ৫ দিনে হবে তার ফলো-আপ চিকিৎসাও। ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এদিন একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধি বক্তব্য রেখেছেন। অভিষেক বলেন, রাজ্যের কোথাও যদি এই ধরনের কর্মসূচি কেউ করতে চান তিনি সাহায্য করবেন।

Latest article