প্রতিবেদন: নয়া প্রেসিডেন্টের শপথের আগে বিদেশি পড়ুয়াদের জন্য কড়াকড়ি শুরু করল মার্কিন প্রশাসন। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald trump)। তার আগেই ভারতীয়-সহ বিদেশি পড়ুয়াদের ফিরতে বলল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-সহ আমেরিকার বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়। শীতের ছুটিতে বেশিরভাগ বিদেশি পড়ুয়া নিজেদের দেশে ফিরে আসে। তাঁদেরই এবার আমেরিকায় ফিরে যেতে বলা হল। ট্রাম্প প্রশাসন কাজ শুরু করলে অভিবাসন নীতি আরও কড়া হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিপাকে পড়তে পারেন বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারীরা। তা মাথায় রেখেই কি আগে ফেরার নির্দেশ জারি? উঠছে প্রশ্ন। ২০১৭ সালে প্রথম দফার ট্রাম্প জমানাতেও এই ঘটনা ঘটেছিল। সেই সময় সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের ৯০ দিন আমেরিকায় প্রবেশ করতে বারণ করেছিল প্রশাসন।
আরও পড়ুন- বিমাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ করার প্রস্তাব কেন্দ্রের
আমেরিকায় এখন বেআইনিভাবে বসবাসকারীর সংখ্যা প্রায় এক কোটি ১০ লক্ষ। ‘ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ নিয়ে ২০২৪ সালের রিপোর্ট বলছে, আমেরিকায় বিদেশি পড়ুয়ার সংখ্যা ১১ লক্ষ। তার মধ্যে সব থেকে বেশি পড়ুয়া ভারতের। সেই সংখ্যাটা ৩ লক্ষ ৩০ হাজার। এই সংক্রান্ত একটি পোর্টালের রিপোর্ট দাবি করছে, আমেরিকায় পড়াশোনা করছে এমন বিদেশি পড়ুয়াদের মধ্যে প্রায় চার লক্ষের বৈধ নথি নেই। তবে যে পড়ুয়াদের বৈধ ভিসা রয়েছে, ট্রাম্প (Donald trump) জমানায় তাঁদের খুব একটা সমস্যা হবে না। বাকিরা সমস্যায় পড়তে পারেন।