সংবাদদাতা, পুরুলিয়া : রবিবার অভিযান চালিয়ে জেলার বরাবাজার থানার লটপদা এলাকার ১৫টি অবৈধ খাদান চিহ্নিত করে সেগুলি বালি দিয়ে ভরাট করে দিল প্রশাসন। ভোর থেকে চলে এই অভিযান। জেলা প্রশাসনের টাস্ক ফোর্স খাদানগুলির প্রতিটির পাশে ‘বেআইনি পাথর খাদান নিষিদ্ধ’ লেখা বোর্ড ঝুলিয়ে দেয়। পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার জানান, খাদান এলাকায় কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন-দুই কন্যাকে নিয়ে আগুনে আত্মঘাতী মা
যে সব রায়তি প্লটে খাদানগুলি চিহ্নিত হয়েছে সেই প্লটের জমিমালিকদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। প্রসঙ্গত, বরাবাজারের লটপদা অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ পাথর খাদান চলছে বলে আগেই সরব হন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে খাদানে গিয়ে এক সময় স্থানীয় মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে পরামর্শ দেন। তাঁর চেষ্টাতেই প্রশাসনিক উদ্যোগে টাস্ক ফোর্স গড়ে তোলা হয়। খাদানগুলির কিছু রয়েছে রায়তি জমিতে, কিছু বন দফতরের জমিতে।
আরও পড়ুন-হাসপাতালে নতুন ভবন
গত সোমবার রাতে এই অঞ্চলের ধারগ্রাম থেকে অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে পুলিশ বিজেপির নেতা দুই ভাই দুবরাজ সিং লায়া ও প্রাণকৃষ্ণ সিং লায়াকে গ্রেফতার করে। তারপর ফের রবিবার এই অভিযান চালিয়ে খাদানে যাওয়ার রাস্তাগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।