রাহানে-পূজারার পাশে ব্যাটিং কোচ

বিরাট কোহলি মুম্বই টেস্টে দলে ফিরছেন। তাহলে বসবেন কে? এই চর্চা আরও জোরালো করছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার অফ ফর্ম।

Must read

কানপুর, ২৮ নভেম্বর : বিরাট কোহলি মুম্বই টেস্টে দলে ফিরছেন। তাহলে বসবেন কে? এই চর্চা আরও জোরালো করছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার অফ ফর্ম। দীর্ঘদিন ধরেই ছন্দে নেই রাহানে ও পূজারা। কানপুর টেস্টের দু’ইনিংসেও বড় রান পেতে ব্যর্থ দু’জনে। এর মধ্যে অভিষেক টেস্টেই সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। তাই বিরাট ফিরলে, রাহানে অথবা পূজারার মধ্যে যে কোনও একজনকে বসাতে হবে।

আরও পড়ুন-অবৈধ খাদানে অভিযান

কেরিয়ারের এহেন কঠিন অবশ্য ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে পাশে পাচ্ছেন রাহানে-পূজারা। রাঠোরের মন্তব্য, ‘‘অবশ্যই আমরা টপ অর্ডারের কাছ থেকে রান চাইছি। তবে এমন দু’জনের দিকে আঙুল তোলা হচ্ছে, যারা দলের সিনিয়র সদস্য। ওরা ৮০-৯০টি করে টেস্ট ম্যাচ খেলে ফেলেছে।’’ রাঠোর এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘মানছি ওদের ব্যাডপ্যাচ চলছে। তবে অতীতে ওরা দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, ভবিষ্যতেও খেলবে।’’

আরও পড়ুন-দুই কন্যাকে নিয়ে আগুনে আত্মঘাতী মা

কিন্তু বিরাট ফিরলে কে বসবেন? সংবাদমাধ্যমের এই প্রশ্নে রাঠোরের উত্তর, ‘‘আগে কানপুর টেস্ট শেষ হোক। মুম্বই পৌঁছনোর পর ওখানকার পিচ এবং পরিস্থিতি দেখে সেরা দল বেছে নেওয়া হবে।’’
একই সঙ্গে ঋদ্ধিমান সাহার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাঠোর। এদিন ঘাড়ের যন্ত্রণা নিয়েও চাপের মুখে লড়াকু হাফ সেঞ্চুরি করেছেন ঋদ্ধি। রাঠোর বলছেন, ‘‘ঋদ্ধি আদর্শ টিমম্যান। দলের প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে। তবে ওর দুর্ভাগ্য, আমাদের হাতে ঋষভ পন্থের মতো স্পেশাল প্রতিভা রয়েছে। যে গত দুটো বছর ধরে আমাদের এক নম্বর কিপার। তবে পন্থের অনুপস্থিতিতে ঋদ্ধি যখনই সুযোগ পেয়েছে, নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছে।’’ এদিকে, ঋদ্ধির প্রশংসা করেছেন ভিভিএস লক্ষ্মণও। তিনি বলেন, “ঋদ্ধিমান লড়াকু ক্রিকেটার ও আদর্শ টিমম্যান।”

Latest article