প্রথম অ্যাওয়ে জয় বার্সেলোনার লা-লিগা

দাপুটে ফুটবল উপহার দিয়ে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারাল বার্সেলোনা। চলতি লা লিগায় এই প্রথমবার কোনও অ্যাওয়ে ম্যাচ জিতল বার্সা।

Must read

মাদ্রিদ, ২৮ নভেম্বর : দাপুটে ফুটবল উপহার দিয়ে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারাল বার্সেলোনা। চলতি লা লিগায় এই প্রথমবার কোনও অ্যাওয়ে ম্যাচ জিতল বার্সা। কোচের দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ লিগে টানা দুই ম্যাচে জয় পেলেন জাভি হার্নান্দেজও। তবে এই জয়ের পরেও, খেতাবি লড়াই থেকে এই মুহূর্তে বেশ কিছুটা দূরে রয়েছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার সাত নম্বরে জাভির দল।

আরও পড়ুন-রাহানে-পূজারার পাশে ব্যাটিং কোচ

অ্যাওয়ে ম্যাচের ৪৮ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি’ইয়ংয়ের করা গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। বাঁ প্রান্ত থেকে ভিয়ারিয়ালের বক্সের ঠিক ওপরে মাটি ঘেঁষা ক্রস করেছিলেন জর্ডি আলাবা। বলে পা ছোঁয়াতে পারেননি সুবিধাজনক জায়গায় থাকা মেমফিস ডিপাই। তবে সবার অলক্ষে উঠে আসা ডি’ইয়ং সেই বল জালে জড়িয়ে দেন।

আরও পড়ুন-অবৈধ খাদানে অভিযান

যদিও ৭৬ মিনিটে সেই গোল শোধ করে দিয়েছিল ভিয়ারিয়াল। গোল করেন দলের নাইজেরীয় উইঙ্গার সামু চুকওয়েজে। সেই সময় মনে হয়েছিল, জয় হাতছাড়া হতে চলেছে বার্সার। কিন্তু ৮৮ মিনিটে ডিপাই গোল করে ফের দলকে এগিয়ে দেন। এরপর ইনজুরি টাইমে (৯৪ মিনিট) পেনাল্টি থেকে বার্সেলোনার তিন নম্বর গোলটি করেন পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা ফিলিপে কুটিনহো।

Latest article