দেশজুড়ে ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল লাগু পরবর্তী পদক্ষেপ, জয়নগর রায়ের পরে দাবি অভিষেকের

Must read

যৌন নিগ্রহ সংক্রান্ত জঘন্য় অপরাধ বন্ধে দ্রুত ও কঠিন সাজাই একমাত্র পথ। জয়নগরের (Jaynagar Rape-Murder) নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে ফাঁসির দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তা আরও একবার প্রমাণ করেছে রাজ্য সরকারের আনা অপরাজিতা বিলের গুরুত্ব কতটা। এই বিলকে গোটা দেশের জন্য লাগু করার জন্য সওয়াল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্য পুলিশ অনেক ক্ষেত্রেই সম্প্রতি যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত বিচার দেওয়ার পথ প্রশস্ত করেছে। জয়নগরের (Jaynagar Rape-Murder) তদন্ত তার আরও একটি উদাহরণ হয়ে থাকল। শুক্রবার বারুইপুর পকসো আদালতের রায়ের পরে অভিষেকের দাবি, “যৌন নিগ্রহের মতো অপরাধে বিচার দিতে হবে দ্রুত ও চরম! জয়নগরের নাবালিকার ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় আজ বারুইপুরের পকসো আদালত মৃত্যুদণ্ডের সাজ শুনিয়েছে, যা দেওয়া হয়েছে অভূতপূর্ব ৬২ দিনের মধ্যে।”

আরও পড়ুন- ৬২ দিনের মধ্যে জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা, পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী

এই মামলায় পুলিশের ভূমিকার প্রশংসা করে অভিষেক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “আমি অভিনন্দন জানাই রাজ্য পুলিশ বিশেষত পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বে গঠিত সিটের যাঁদের অসামান্য কৃতিত্বে রেকর্ড ২৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে।”

এই মামলায় ফের দেশজুড়ে অপরাজিতা বিলের মতো বিল আনার পক্ষে সওয়াল করে অভিষেকের দাবি, “পরবর্তী বড় পদক্ষেপ হবে দেশ জুড়ে অপরাজিতা ধর্ষণ-বিরোধী বিল আনা কারণ একমাত্র বলিষ্ঠ আইনি ব্যবস্থাই এই ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে পারে।”

Latest article