বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য উদ্যোগী রাজ্য, আড়াই হাজার শিক্ষক নিয়োগ

Must read

প্রতিবেদন : বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশ্যাল এডুকেটার পদে ২৫০০ জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক ও নবম-দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। রাজ্য মন্ত্রিসভা এরই মধ্যে নিয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে এই বিশেষ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সাধারণ বিএড প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশ্যাল এডুকেশনে বিএড করা থাকলে তবেই এই পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করাতে হতে পারে বলে খবর।
বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল। যার মধ্যে অন্যতম শিক্ষকের সঙ্কট। সেই সমস্যা এবার মিটতে চলেছে। রাজ্যে এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য (West Bengal)।

আরও পড়ুন-দেশজুড়ে ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল লাগু পরবর্তী পদক্ষেপ, জয়নগর রায়ের পরে দাবি অভিষেকের

রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। অনেকে ইতিমধ্যে স্কুলে যোগও দিয়েছেন। নিয়োগ-প্রক্রিয়া বন্ধ থাকার দরুন চাকরির দাবি তুলে একাধিকবার আন্দোলনে শামিল হয়েছিলেন প্রার্থীরা। সেই সমস্যা মিটতে চলেছে। ফের নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। চাকরিপ্রার্থীদের অবশ্য বক্তব্য, রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশ্যাল এডুকেশনে বিএড প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। রাজ্যের সিংহভাগ পড়ুয়াই সাধারণ বিএড করেছেন। ফলে তাঁরা এই নিয়োগে অংশ নিতে পারবেন না। নবম থেকে দ্বাদশ এসএলএসটি বা আপার প্রাইমারি টেট নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

Latest article