প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতেন তিনি। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।

0
79

প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। আজ, ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল। তবে অনেকরকম শারীরিক অসুস্থতা থাকলেও কাজ চালিয়ে গিয়েছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতেন তিনি। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।

আরও পড়ুন-বাবা–মা–বোনকে খুন, ৩ বছরেই ফাঁসির সাজা

প্রসঙ্গত, ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারও পান তিনি। ‘মন্থন’,‘মাম্মো’, ‘আরোহন’, ‘জুনুন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’র মতো ছায়াছবি তৈরী করেছিলেন শ্যাম বেনেগাল।

আরও পড়ুন-কোটি কোটি টাকা অনলাইন প্রতারণায় ধৃত বিজেপি নেতা

কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের মৃত্যুতে আমি শোকাহত। নিজের অবদানের সৌজন্যে তিনি ভারতীয় সিনেমার একটি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। নিজের কর্মের মাধ্যমে তিনি সমস্ত গুণগ্রাহীদের কাছে অত্যন্ত প্রিয় এবং প্রশংসিত ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।”