প্রতিবেদন : কংগ্রেসের সঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টির জোট নিয়ে বিশেষ ভিডিওবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও গোয়ার ইনচার্জ মহুয়া মৈত্র। বললেন এই জোট অশুভ। গোয়াবাসীর জন্য দিলেন সতর্কবার্তাও।
আরও পড়ুন : গোয়ায় মৎস্যজীবীদের সঙ্কট দূর করবেন নেত্রী, প্রচারে বলছে তৃণমূল
কেন তিনি এই কথা বলেছেন, তারও ব্যাখ্যা দেন মহুয়া৷ বলেন, ‘‘গতকাল কিছু ঘটনা ঘটেছে, যা গোয়াবাসীর জানা উচিত। গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই ফের কংগ্রেসের সঙ্গে জোট করার পথে এগিয়ে গিয়েছেন। আসন্ন গোয়া নির্বাচনের জন্য তাঁদের নির্বাচনী সমঝোতাও হয়েছে। আমি গোয়াবাসীকে সতর্ক করতে চাই, কারণ এই ধরনের জোটের জন্যই গোয়ায় বিজেপি ক্ষমতায় এসেছিল। ২০১৭ সালে কংগ্রেস পেয়েছিল ১৭টি আসন, সেখানে বিজেপি ১৩টি আসন জিতেও অনৈতিকভাবে সরকার গঠন করেছিল। রাতারাতি গোয়া ফরোয়ার্ড পার্টির বিধায়করা তখন বিজেপি শিবিরে চলে গিয়েছিলেন। গোয়ার মানুষের মতামতকে উপেক্ষা করে অশুভ চুক্তির মাধ্যমে ক্ষমতা দখল হয়েছিল। তাই আমি বলব, গোয়াবাসীরা সতর্ক থাকুন, এই ধরনের অশুভ শক্তিকে সমর্থন করবেন না৷ যদি আপনারা বিজেপি-কে সরাতে চান, তাহলে একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস।’’