ওমিক্রনের ধাক্কায় স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা, মুম্বই বিমানবন্দরে লাগু পাঁচ নিয়ম

Must read

প্রতিবেদন : ওমিক্রনের বাড়বাড়ন্ত যে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা নতুনভাবে চালু হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তা অনুমান করা গিয়েছিল আগেই। হলও তাই। ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু স্থগিত করা হচ্ছে বলে জানাল ডিজিসিএ। তবে কবে তা চালু করা হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ ওমিক্রন সংক্রান্ত বিভিন্ন বিধি চালু করে দিয়েছে। যারা আফ্রিকা থেকে আসছেন তাদের উপর বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। পিসিআর টেস্ট করা হচ্ছে, রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে।

ডিজিসিএ প্রধান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। আমরা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতির উপর নজর রাখছি। আন্তর্জাতিক যাত্রী উড়ান পুনরায় কবে চালু করা যাবে তা আমরা আলোচনা করে যথাসময়ে জানিয়ে দেব। তবে যেভাবে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা বাড়ছে বিভিন্ন দেশে, সেখানে কোনওভাবেই আমরা ঝুঁকি নিতে পারছি না। তাই আপাতত এই সিদ্ধান্ত নিলাম।

আরও পড়ুন : গোয়ায় মৎস্যজীবীদের সঙ্কট দূর করবেন নেত্রী, প্রচারে বলছে তৃণমূল

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে অনেকটাই ছন্দে ফিরেছে দেশ। খুলে দেওয়া হয়েছে ট্রেন, বাস, স্কুল, কলেজ। পুরো যাত্রী নিয়েই উড়ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। ২৬ নভেম্বর সরকার সিদ্ধান্ত নেয় যে এবার আন্তর্জাতিক বিমান পরিষেবাও ধীরে ধীরে পুরোদমে চালু হবে। তা চালু হবার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকেই। তার মাঝেই হু জানিয়েছে করোনার অতিসংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কথা। তারপরেই দেশের বিভিন্ন বিমানবন্দরে লাগু হয় নানাবিধ বিধি। শেষ পর্যন্ত করোনার জেরে থমকাল আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এরই মাঝে মুম্বই বিমানবন্দরে আগত সমস্ত বিমান যাত্রীদের জন্যই নয়া নিয়ম চালু হয়ে গেল। অন্তর্দেশীয় বিমানের যাত্রী যাঁরা মুম্বই আসবেন তাঁদের ৭২ ঘণ্টা আগে করানো আরটিপিসিআর টেস্ট লাগবে। বিশেষ ক্ষেত্রে বিমান বন্দরেও করা হবে করোনা পরীক্ষা। অন্তত দু’দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে৷ যাঁরা বিপজ্জনক দেশ থেকে আসবেন তাঁদের সরকারি নিয়ম জানানোর জন্য দু’দিন সময় দেওয়া হচ্ছে, কারণ অনেকেই নয়া নিয়ম সম্পর্কে অবহিত নন। যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ভারতে যাঁরা বিপজ্জনক দেশ থেকে আসবেন তাঁদের নিজের খরচে টেস্ট করাতে হবে। মুম্বইতে এলে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, সঙ্গে হবে আরটিপিসিআর টেস্ট। ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাঁরা মুম্বইয়ে আসবেন তাঁদের কোয়ারেন্টাইনে থাকাকালীন দ্বিতীয়, চতুর্থ ও সপ্তম দিনে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। ওই টেস্টের রিপোর্ট পজিটিভ হলে ওই যাত্রীকে হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হবে।

Latest article