বাঁকুড়ার বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে হল এফআইআর দায়ের

Must read

প্রতিবেদন : ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ বাঁকুড়ায়। আর ভোটের আগেই বেকায়দায় বাঁকুড়ার (Bankura) বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। গুরুতর অভিযোগে এফআইআর দায়ের হল তাঁর ছেলের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতিতে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হল প্রার্থী সুভাষের চিকিৎসক-পুত্র সোমরাজ সরকারের বিরুদ্ধে। বাঁকুড়া সদরে বেসরকারি নার্সিংহোম ‘হার্দিক মেডিক্যাল ডায়াগনস্টিক সেন্টার’ চালান বিজেপি প্রার্থীর ছেলে। সেখানেই গত মার্চ মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয়েছিলেন লালবাগ কামারপাড়া এলাকার বাসিন্দা ২৬ বছরের মৌসুমি দে। কিন্তু চিকিৎসা শেষে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। গত ২১ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। তারপর থেকেই দ্রুত অবনতির হয় তাঁর শারীরিক পরিস্থিতির। কিন্তু তাতে কোনওরকম উদ্বেগ দেখায়নি ডাঃ সোমরাজ সরকার ও তাঁর নার্সিংহোম কর্তৃপক্ষ। উল্টে ২২ মার্চ তরুণীকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি এতটাই সঙ্গীন অন্য হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হয়নি। ২৫ মার্চ মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনায় বাঁকুড়ার চিকিৎসক প্রার্থীর ছেলের ওই বেসরকারি নার্সিংহোমেই চিকিৎসায় চূড়ান্ত গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছে তরুণীর পরিবার। ডাঃ সোমরাজ সরকার ও তাঁর ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন মৃতার স্বামী তন্ময় দে। বাঁকুড়া (Bankura) সদর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে চার প্রশ্ন, ঝুটাবাবু পদত্যাগ করুন

Latest article