প্রতিবেদন : রাজ্যের বকেয়া পুরভোট কবে ও কীভাবে হবে তা রাজ্য নির্বাচন কমিশনকে আগামী সোমবার জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কত দফায় তারা এই ভোট করাতে চান তাও জানাতে বলা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর সোমবারের মধ্যে লিখিত আকারে এই তথ্য বিস্তারিত ভাবে কোর্টকে জানাবে রাজ্য নির্বাচন কমিশন। ওইদিনই এই মামলার চূড়ান্ত শুনানি। রাজ্যের সব পুরনিগম ও পুরসভাগুলিতে একসঙ্গে ভোট করানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি। সেই মামলার শুনানি চলাকালীন বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘কলকাতার পুরনিগমের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তাই সেই বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। তবে মেয়াদ উত্তীর্ণ অন্যান্য পুরসভাগুলিতে কবে ভোট করা সম্ভব তা সোমবারের মধ্যে লিখিতভাবে জানাতে হবে নির্বাচন কমিশনকে। ভোট সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকে।’
আরও পড়ুন : প্রতি মাসে স্বাস্থ্যসাথী খাতে , রাজ্যের খরচ ২০০ কোটি
আদালত জানায়, রাজ্যের ভোট পরিচালনা করা রাজ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। সে-দায়িত্ব এড়াতে পারে না কমিশন। এদিন শুনানির শুরুতে প্রধান বিচারপতি জানতে চান, বকেয়া পুরভোট কত দফায় করা সম্ভব? জবাবে কমিশনের আইনজীবী জানান, কমিশনের কাছ থেকে জেনে তারপরই তিনি তা আদালতকে জানাতে পারবেন। তারপরই সোমবার পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনকে সময় দেয় আদালত। কমিশনের জবাব খতিয়ে দেখে তবেই পরবর্তী নির্দেশ জারি করবে কলকাতা হাইকোর্ট। এদিন কমিশনের তরফে পেশ করা হলফনামায় বলা হয়েছে, তাদের কাছে মোট ১৫ হাজার ৬৮৭টি ইভিএম আছে। সব বকেয়া পুরভোট করাতে ৩০ হাজার ১৭৩টি ইভিএম প্রয়োজন। তাই একসঙ্গে ভোট করা সম্ভব নয়। এরপর বিচারপতির প্রশ্ন, তাহলে দু’দফায় কেন ভোট করা হবে না? তবে দফায় দফায় ভোট করানোর পক্ষে কমিশন কোভিড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচির কথাও জানিয়েছে। সোমবার মামলার পরবর্তী শুনানি।