দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন পিছিয়ে দিল বোর্ড

সূচিতে বদলের সম্ভাবনা

Must read

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বরং দল নির্বাচন স্থগিত রেখে বিসিসিআই আপাতত সরকারের দিকে তাকিয়ে। সেখান থেকে সবুজসংকেত না আসা পর্যন্ত বিরাট কোহলিদের সফর নিয়ে কোনও পদক্ষেপ করবে না তারা।
কানপুর টেস্টের পরই দক্ষিণ আফ্রিকা সফরের দল বেছে নেওয়ার কথা ছিল নির্বাচকদের।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে হস্তক্ষেপ নয় হাইকোর্টের

এমনকী ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে যারা নিউজিল্যান্ড সিরিজে নেই, তাদের নিয়ে পাঁচ দিনের কোয়ারেন্টিন শিবির করারও পরিকল্পনা ছিল। এঁদের মধ্যে ছিলেন রোহিত, বুমরা, শামি, ঋষভের মতো প্রথম দলের তারকা ক্রিকেটাররা। কিন্তু সেটা এখন হচ্ছে না। এ ছাড়া শার্দূল ঠাকুরের ৬ ডিসেম্বর থেকে যে চারদিনের ‘এ’ দলের ম্যাচ খেলার কথা ছিল, সেই পরিকল্পনাও আপাতত স্থগিত। তাঁকে বলা হয়েছে এখনই দক্ষিণ আফ্রিকায় যেতে হবে না। তার বদলে রোহিতদের নিয়ে কোয়ারেন্টিন শিবির হলে তাতে যোগ দিতে হবে। বোর্ড এক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন-শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি

এর মধ্যেই ভারতীয় বোর্ড সূত্রে খবর, সফরের সূচিতে সামান্য রদবদল হতে পারে। এই ব্যাপারে ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে আলোচনা করবে বিসিসিআই। শোনা যাচ্ছে, তিন টেস্টের বদলে দুই টেস্টের সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে পরিস্থিতি পর্যালোচনা করে ম্যান্ডেলার দেশে যাওয়ার আগে হাতে কিছুটা সময় পাবে ভারত। দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে, টি-২০ দলের অধিনায়ক টেম্বা বাভুমা আশাবাদী বিরাটদের সফর হওয়া নিয়ে। তিনি বলেছেন, ‘‘সফর ঘিরে যে কঠোর জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা থাকছে, তাতে সিরিজ নিয়ে কোনও অনিশ্চয়তা থাকা উচিত নয়।’’

আরও পড়ুন-প্রতি মাসে স্বাস্থ্যসাথী খাতে , রাজ্যের খরচ ২০০ কোটি

এদিকে, দক্ষিণ আফ্রিকা বোর্ড ও সে দেশের সরকার এই উদ্বেগের মধ্যেও ভারত ‘এ’ দল সফর চালিয়ে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে। তাদের আশা ভারতীয় সিনিয়র দলের সফরও নির্ধারিত সূচি মেনেই হবে। কিন্তু বিসিসিআই ওমিক্রণ নিয়ে এতটাই চিন্তিত যে বল আপাতত সরকারের কোর্টে ঠেলে দিয়েছে।

Latest article