রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নজরে কিঞ্জল, চিঠি অধ্যক্ষকে

Must read

প্রতিবেদন : এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দের গতিবিধি। আরজি কর হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়ে কিঞ্জল (Kinjal Nanda) সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে চাইল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, পিজিটি হিসাবে তাঁর আদৌ ৮০ শতাংশ উপস্থিতি আছে? কতদিন ছুটি নিয়েছেন? পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড পান? বিজ্ঞাপন, সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ। সেক্ষেত্রে এনওসি নিয়েছিলেন? এই চিঠির একটি করে কপি পাঠানো হয়েছে নবান্ন ও স্বাস্থ্য সচিবের কাছেও। আরজি কর তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাকে ঢাল করে নিজের কার্যসিদ্ধি করতে পথে নেমেছিলেন কিঞ্জলেরা (Kinjal Nanda)। চিকিৎসা পরিষেবাকে রাস্তায় বসিয়ে দিয়ে রোগীদের জীবন বিপন্ন করে তুলেছিলেন। মাসের পর মাস আন্দোলনের নামে নিজেদের আখের গোছানোর কাজ করেছেন বেশ কিছু সিনিয়র ও জুনিয়র চিকিৎসক। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মেডিক্যাল কাউন্সিল কোনও ডাক্তারের অভিযোগ সম্পর্কে জানতে চাইতেই পারে। তাঁর উপস্থিতিতে কোনও ঘাটতি আছে কি না, অন্য কাজের জন্য তাঁরা বাড়তি সুযোগ নিয়েছেন কি না এসব তাঁরা জানতে চাইতেই পারেন। এতে সমস্যা কোথায়? যাঁরা নিয়ম মেনে চলেন তাঁদের ভয় পাওয়ার কী আছে?

আরও পড়ুন-পেট লাভারদের জন্য স্বস্তির খবর, কলকাতায় পোষ্যদের আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি

Latest article