১ কোটি ৭৩ লক্ষ আওতায়, ৩৫ লক্ষ পাচ্ছেন বিএসওয়াই: বামেরা অসংগঠিত শ্রমিকদের জন্য কিছুই করেনি

Must read

প্রতিবেদন : অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ ভাবেননি। বাম আমলে অসংগঠিত শ্রমিকদের ভুল বুঝিয়ে ভোট নেওয়া হলেও তাঁদের জন্য কিছুই করেনি বামফ্রন্ট (CPIM) সরকার। এই মুহূর্তে বাংলার ১ কোটি ৭৩ লক্ষ শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আওতায় এসেছে। যার মধ্যে ৩৫ লক্ষ শ্রমিক বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে। যার জন্য সরকারের খরচ হচ্ছে প্রায় ২৫০০ কোটি টাকারও বেশি। ভারতবর্ষের কোথাও এই ধরনের কোনও প্রকল্প নেই। বক্তা আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার কেশপুরে বিশাল শ্রমিক সমাবেশ করে আইএনটিটিইউসি। বিধায়ক শিউলি সাহা-সহ আইএনটিটিইউসি-র জেলা নেতৃত্ব ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ছিলেন ১০ হাজারেরও বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। ঋতব্রত বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে এর জবাব ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মানুষই দেবেন। ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরকার গড়বেন। আর কেন্দ্রীয় সরকারও মুখ্যমন্ত্রীর চাপের কাছে নতি স্বীকার করে প্রাপ্য দিতে বাধ্য হবে। এই মেদিনীপুর জেলা কখনও কারও কাছে মাথা নত করেনি, কোনও দিন করবে না। জেলা নেতৃত্বকে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির নির্দেশ, প্রতিটি ব্লকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আমাদের ছাতার তলায় আনতে হবে।

আরও পড়ুন- একবছরে ৫৯ সাম্প্রদায়িক সংঘর্ষ, ডবল ইঞ্জিন রাজ্যেই ঘটেছে ৪৯

Latest article