টি-২০’তে বর্ষসেরা অর্শদীপ, অধিনায়ক হলেন রোহিত

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোহিত শর্মার। নিজে খারাপ ফর্মে। লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Must read

প্রতিবেদন : সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোহিত শর্মার। নিজে খারাপ ফর্মে। লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। দীর্ঘ এক দশক পর ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি। কঠিন সময়ের মধ্যেই সুখবর পেলেন ভারত অধিনায়ক। আইসিসি-র বেছে নেওয়া ২০২৪ সালের বর্ষসেরা টি-২০ দলে ঠাঁই পেলেন রোহিত। তাঁর নেতৃত্বে গত নভেম্বরে ভারত টি-২০ বিশ্বকাপ জেতায় হিটম্যানকেই অধিনায়ক করা হয়েছে। একা রোহিত নন, ভারত থেকে বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেয়েছেন মোট চারজন। জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন দলে। তবে জায়গা হয়নি বিরাট কোহলির।

আরও পড়ুন-ব্রিজভূষণের বাড়িতে কুস্তি সংস্থার অফিস! চাপে পড়ে সাফাই কর্তাদের

টি-২০’তে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন অর্শদীপ। গত বছর ২০ ওভারের ফরম্যাটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন ভারতের তরুণ বাঁ-হাতি পেসার। আইসিসি-র বর্ষসেরার সম্মান পেয়ে আপ্লুত অর্শদীপ বলেছেন, ‘‘দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতে দুর্দান্ত বছর কেটেছে। এর থেকে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। ভবিষ্যতেও দলের জন্য নিজের সেরাটা দেব।’’
গত বছরটা লাল বলের ক্রিকেটে রোহিতের জন্য ভাল না গেলেও সাদা বলের ক্রিকেটে ২০২৪ স্মরণীয় হয়ে থাকবে ভারত অধিনায়কের কাছে। নেতা এবং ব্যাটার হিসেবে ছোট ফরম্যাটে সফল রোহিত। ১১ ম্যাচে ৩৭৮ রান করেছেন ৪২ গড়ে। স্ট্রাইক রেট ১৬০-এর উপর। টি-২০ বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। বোলার হিসেবে দুরন্ত বুমরার পাশে অর্শদীপেরও নজরকাড়া পারফরম্যান্স। একইভাবে অলরাউন্ডার হার্দিকও ছিলেন কুড়ির ফরম্যাটে অসাধারণ।
স্পিনার হিসেবে বর্ষসেরা টি-২০ দলে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়াও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, ইংল্যান্ডের ফিল সল্ট এবং জিম্বাবোয়ের সিকান্দার রয়েছেন দলে।

আরও পড়ুন-বর্ধমান, মেদিনীপুরে ভোটার দিবস

মেয়েদের বর্ষসেরা টি-২০ দলও বেছে নিয়েছে আইসিসি। দলে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা। নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। মেয়েদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের এমেলিয়া কের।

Latest article