ব্রিজভূষণের বাড়িতে কুস্তি সংস্থার অফিস! চাপে পড়ে সাফাই কর্তাদের

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতেই রমরমিয়ে চলছে সর্বভারতীয় কুস্তি সংস্থার যাবতীয় কাজকর্ম

Must read

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতেই রমরমিয়ে চলছে সর্বভারতীয় কুস্তি সংস্থার যাবতীয় কাজকর্ম! এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। চাপে পড়ে সাফাই দিতে বাধ্য হচ্ছেন কর্তারা।
সংস্থার প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দীর্ঘ বিতর্কের পর, ব্রিজভূষণকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু নামেই তিনি পদে নেই। কুস্তি সংস্থার যাবতীয় কাজ এখনও চলছে তাঁর বাড়ি থেকেই।

আরও পড়ুন-বর্ধমান, মেদিনীপুরে ভোটার দিবস

কুস্তি সংস্থার এক কর্তার সাফাই, ‘‘আমরা চেষ্টা করছিলাম যাতে সংস্থার অফিস অন্য কোথায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু তার আগেই সরকারের নির্বাসন নেমে আসে। তাই কার্যালয় সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে আগামী বসন্ত পঞ্চমীতেই নতুন জায়গায় অফিস সরিয়ে নিয়ে যাওয়া হবে। নির্বাসনের জন্যই আমরা সমস্যায় রয়েছি।’’

Latest article