আবহমানকাল ধরেই ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। নানা ধর্ম, বর্ণ ও জাতির মিলনস্থল এই শহর মুখরিত হয় সম্প্রীতির সুরে। সাম্প্রদায়িকতার বীজ বপনকারী বিজেপি যতবার এই পুণ্যভূমির কৃষ্টি-সংস্কৃতি ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, ততবার বাংলার মানুষ এই অশুভ শক্তিকে প্রত্যাখ্যান করবে। বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনের মতোই আসন্ন কলকাতা পুরভোটেও তার অন্যথা হবে না। দেশের যে ক’টি সর্বভারতীয় রাজনৈতিক দল এই মুহূর্তে রয়েছে, তাদের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস বশ্যতা স্বীকার না করে স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে অদম্য লড়াই করে চলেছে। তৃণমূল কংগ্রেস লড়াই করে মানুষের উন্নয়নের জন্যে। কলকাতা পুরভোটের প্রাক্কালে আজ মহারাষ্ট্র নিবাসে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের জোড়াফুল প্রার্থীদের সঙ্গে নির্বাচনী বৈঠকে মিলিত হয়েছিলাম। বিগত এক দশক ধরে মা-মাটি-মানুষের সরকার জনহিতকর যে প্রকল্পগুলি চালু করেছে সেই প্রকল্পগুলি সম্পর্কে সর্বস্তরের মানুষকে অবহিত করার নির্দেশ দিলাম। মানুষের আস্থা ও ভালোবাসায় আসন্ন পুর নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত।
আরও পড়ুন-Manoj Tiwary in Goa: গোয়ায় তৃণমূলের প্রচারে বাংলার মন্ত্রী