Russia থেকে অস্ত্র কিনলে আর্থিক নিষেধাজ্ঞা

Must read

প্রতিবেদন : সম্প্রতি নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government) রাশিয়ার (Russia) থেকেও বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার জেরে এবার ভারতকে কড়া হুমকি দিল আমেরিকা (America)। ওয়াশিংটন ভারতকে স্পষ্ট জানিয়ে দিল, রাশিয়া থেকে অস্ত্র কিনলে নয়াদিল্লিকেও কড়া আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

আরও পড়ুন-বেতন অমিল

শনিবার মিত্রদেশগুলির প্রতি এক হুঁশিয়ারিতে আমেরিকা জানিয়েছে, রাশিয়া (Russia) থেকে অস্ত্র কিনলে তাদের ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসারিস থ্রু স্যাংশনস অ্যাক্ট’ বা ‘কাটসা’ আইনের মুখে পড়তে হবে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁরা চান আমেরিকার কোনও মিত্রদেশ যেন রাশিয়ার কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনাকাটা না করে। যদি কোনও মিত্রদেশ রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে থাকে তাহলে তাদের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এক্ষেত্রে কি ভারতকে ছাড় দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে বিদেশ দফতরের মুখপাত্র কিরবি আরও বলেন, ভারতকে ছাড় দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ কাটসা আইনে কোনও একটি দেশকে ছাড় দেওয়ার সংস্থান নেই।

আরও পড়ুন-গোয়ার ঐতিহ্য রক্ষায়

তবে আমেরিকার এই হুমকিকে আপাতত গুরুত্ব দিচ্ছে না ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিমন্ত্রী অজয় ভাট লোকসভায় জানিয়েছেন, রাশিয়া থেকে অস্ত্র কেনার সিদ্ধান্তটি একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সিদ্ধান্ত। অপর কোনও দেশ এই সিদ্ধান্তে নাক গলাতে পারে না। দেশের নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে সরকার। অন্য কারও কথায় সিদ্ধান্ত নেওয়া হবে না। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পর মনে করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই মস্কোর কাছ থেকে ভারতের হাতে আসবে অত্যাধুনিক রুশ মিসাইল সিস্টেম৷ সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম ‘এস-৪০০ ট্রায়াম্প’ রাশিয়া ভারতে পাঠাতে শুরু করেছে। এই অত্যাধুনিক মিসাইল হাতে পাওয়ায় ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest article