বন্যপ্রাণীর আক্রমণ রুখতে নির্দেশিকা বন আধিকারিকদের, পরীক্ষার্থীদের নিরাপত্তায় কড়া রাজ্য

উত্তরবঙ্গের পরীক্ষার্থীর সেই মৃত্যুর ঘটনার পর থেকে বনদফতরের বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : কয়েক বছর আগেই হাতির আক্রমণে এক পরীক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে উত্তরবঙ্গে। এই মর্মান্তিক ঘটনার যাতে আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বন দফতরকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্য সরকারের। এই দুই বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার নবান্ন থেকে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বন দফতর-সহ সংশ্লিষ্ট দফতর এবং দুই বোর্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। যে সমস্ত এলাকায় বন্যপ্রাণীদের আক্রমণ করার আশঙ্কা রয়েছে বিশেষ করে ডুয়ার্স সহ দক্ষিনবঙ্গের জঙ্গলমহলে, সেই সব এলাকায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্যে বন দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ‌ও দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চিন, জল মাপছে ভারতও

উত্তরবঙ্গের পরীক্ষার্থীর সেই মৃত্যুর ঘটনার পর থেকে বনদফতরের বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করে রাজ্য সরকার। এবারও যাতে সেই পদক্ষেপ করা হয় তার জন্য বিশেষভাবে সতর্ক করা হয় জেলাশাসকদের। পাশাপাশি, পুলিশ সুপার তথা বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের থেকে জেনে নেওয়া হয় পরীক্ষার প্রস্তুতির খুঁটিনাটি। এ ছাড়াও, জেলার আধিকারিকদের ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে । পরীক্ষার্থীরা যেমন যানজটমুক্ত হয়ে সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্যে রাস্তায় পর্যাপ্ত যানবাহন রাখার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রনে পুলিশকে জোর দিতে বলা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও ৩ মার্চ থেকে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ।

Latest article