প্রতিবেদন: উত্তরাখণ্ডে ৩৮তম জাতীয় গেমসে এবার দাপট দেখাচ্ছে বাংলা। মঙ্গলবার সপ্তম দিনে যোগাসন থেকে তিনটি সোনা এবং একটি রুপো জিতলেন বাংলার অ্যাথলিটরা। যোগাসনে সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন বাংলা। ট্র্যাডিশনাল ইভেন্টে এদিন সোনা জিতলেন ঋতু মণ্ডল। এবারের গেমসে তাঁর দ্বিতীয় সোনা। রিদমিক পেয়ার ইভেন্টে সর্বশ্রী ও সাথী মণ্ডল সোনা জিতলেন। আর্টিস্টিক সিঙ্গল ইভেন্টে সোনা শিল্পা দাসের। এটিও তাঁর দ্বিতীয় সোনা। ট্র্যাডিশনাল ইভেন্টে রুপোও পেয়েছেন সাথী।
আরও পড়ুন-বাংলাদেশ অস্থির, ভারতে উড়িয়ে এনে মুখেভাত হল স্বপ্নদর্শীর
ছেলেদের ট্রিবলসে ব্রোঞ্জ পেয়েছে বাংলা। সাঁতারে কর্নাটককে ১৫-১১ ফলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলা দল। তিরন্দাজিতে রিকার্ভ মিক্সড টিম এবং রিকার্ভ ইভেন্টে বাংলার মহিলা দল ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য যোগ্যতা অর্জন করেছেন। রিকার্ভ সিঙ্গলে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির জুয়েল সরকার ফাইনালে উঠেছেন। লন বোলিংয়ে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলার ছেলে ও মেয়েরা। তবে ফুটবলে বাংলার মেয়েরা হরিয়ানার কাছে হেরে যায়। হকিতে অবশ্য ওড়িশাকে হারিয়েছে বাংলার মহিলা দল।