প্রতিবেদন : একই দিনে দেশে করোনার নতুন প্রজাতি ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল দুই রাজ্যে৷ শনিবার সকালে ওমিক্রন আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ মেলে গুজরাতে। ওই ব্যক্তি দু’দিন আগে জিম্বাবোয়ে থেকে গুজরাতের জামনগরে আসেন। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয় পুণের একটি ল্যাবরেটরিতে। সেখান থেকেই জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রন প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত। এরপর শনিবার বিকেলেই ওমিক্রন আক্রান্ত চতুর্থ ব্যক্তির খোঁজ মেলে মুম্বইয়ে৷ বছর তেত্রিশের ওই ব্যক্তি মুম্বইয়ের কল্যাণ–ডোম্বিভ্যালির বাসিন্দা৷ সম্প্রতি তিনি দুবাই হয়ে মুম্বইয়ে ফিরেছিলেন৷
আরও পড়ুন : SouthAfrica Series : ওমিক্রনে বাদ টি-২০ সিরিজ, ২৬শে শুরু প্রথম টেস্ট, জানাল বোর্ড
২৪ নভেম্বর সামান্য জ্বর হয়েছিল৷ তবে কোনও উপসর্গ ছিল না৷ এরপরেই জিনোম সিকোয়েন্স পরীক্ষায় ধরা পড়ে ওমিক্রন৷ এর আগে বেঙ্গালুরুর দু’জনের শরীরেও ওমিক্রনের দেখা মিলেছিল৷ এর মধ্যে একজন আফ্রিকা ফেরত হলেও অন্যজন সাম্প্রতিককালে আদৌ বিদেশ সফর করেননি৷ তিনি পেশায় বেঙ্গালুরুর চিকিৎসক৷ বিদেশফেরত না হয়েও কীভাবে ওমিক্রনে আক্রান্ত, খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা৷ এদিকে, গুজরাতের স্বাস্থ্যসচিব জয়প্রকাশ জানিয়েছেন, বৃহস্পতিবার ৭২ বছর বয়সি এক বৃদ্ধর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। সেই খবর জানার পর ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রন চিহ্নিত করা গিয়েছে৷ এছাড়া, সম্প্রতি উত্তরপ্রদেশে বিভিন্ন দেশ থেকে এসেছিলেন ৩০০ ব্যক্তি। তাঁদের মধ্যে ১৩ জনের কোনও খোঁজ মিলছে না। এঁরা ভুয়ো ঠিকানা দিয়ে মেরঠে ছিলেন বলে জানা গিয়েছে। সাতজন ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, গত ১০ দিনে বিদেশ থেকে ফেরা ৩০ জনেরও কোনও খোঁজ মিলছে না অন্ধপ্রদেশে।