SouthAfrica Series : ওমিক্রনে বাদ টি-২০ সিরিজ, ২৬শে শুরু প্রথম টেস্ট, জানাল বোর্ড

Must read

প্রতিবেদন : বহুচর্চিত দক্ষিণ আফ্রিকা সফরে শেষ পর্যন্ত যাচ্ছেন বিরাট কোহলিরা। শনিবার কলকাতায় বার্ষিক সাধারণ সভার পর জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সফরের সূচিতে কিছুটা পরিবর্তন হচ্ছে। টেস্ট এবং ওয়ান ডে সিরিজ খেললেও, আপাতত টি-২০ সিরিজ খেলবে না ভারত। এবং পরিবর্তিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বেরর বদলে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

যদিও বোর্ডের আনুষ্ঠানিকভাবে ঘোষণার কয়েক ঘণ্টা আগেই একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এই খবর জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‘বিসিসিআইয়ের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে সফর হচ্ছে। তবে ওখানে গিয়ে ভারতীয় দল তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-২০ ম্যাচ অন্য কোনও সময়ে হবে।’’

আরও পড়ুন : Christiano Ronaldo : দলবদলে অনিয়মের অভিযোগ

প্রসঙ্গত, কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ায়, বিরাটদের সফর নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে এই সফর যাতে স্থগিত না হয়, তারজন্য মরিয়া ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকার। এদিন বিসিসিআইয়ের ঘোষণার পর স্বস্তি ফিরল প্রোটিয়া ক্রিকেটে।

এদিনের সভায় আইপিএল গভর্নিং কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্রিজেশ প্যাটেল ও খইরুম জামাল মজুমদার। এছাড়া ক্রিকেটারদের সংস্থার পক্ষ থেকে গভর্নিং কাউন্সিলে এলেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। পাশাপাশি ম্যাচ অফিসিয়াল ও সাপোর্ট স্টাফদের বয়সের সীমারেখা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছে। এদিকে, বোর্ডের সভার পর সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদের জন্য ভিভিএস লক্ষ্মণকে আবেদন করতেই হবে। বোর্ড সূত্রের খবর, টেস্ট স্কোয়াডে থাকলেও, দক্ষিণ আফ্রিকা সফরে সহ-অধিনায়কের পদ হারাতে চলেছেন অজিঙ্ক রাহানে। তাঁর পরিবর্তে টেস্টে বিরাটের ডেপুটি হবেন রোহিত শর্মা।

Latest article