সংবাদদাতা, তমলুক, মহিষাদল : পুরসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের তমলুকে ও মহিষাদলে বড়সড় ধাক্কা খেল বিজেপি। যোগদানকারীরা বেশিরভাগই শুভেন্দু-অনুগামী। ফলে বিরোধী দলনেতার পায়ের তলা থেকে মাটি আরও খানিকটা সরে গেল। বৃহস্পতি ও শুক্রবার তমলুক পুর এলাকার ৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০০ নেতা-কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এঁদের মধ্যে রয়েছেন তমলুক বিজেপির নগরমণ্ডলের সম্পাদক সৌমেন চক্রবর্তী, বিশ্বনাথ মহাপাত্র এবং তমলুক নগরমণ্ডলের মহিলা মোর্চার সম্পাদিকা। মন্ত্রী সৌমেন মহাপাত্র এঁদের হাতে পতাকা তুলে দেন।
আরও পড়ুন : জাকির পুরভোটে ২১-এ ২১ চান
একইভাবে শুক্রবার ১৯ নম্বর ওয়ার্ডে নারায়ণপুর বাজারে যোগদান মেলায় পাঁচ শতাধিক বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন। শুক্রবার সন্ধ্যায় মহিষাদল বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী হয় রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে। সেখানে বিজেপির জেলার মহিলা মোর্চার সহসভাপতি মিতালি মাইতি, মহিষাদল ২ মণ্ডলের যুব মোর্চার সহসভাপতি অনির্বাণ আচার্য, সম্পাদিকা জয়ন্তী চক্রবর্তী-সহ ৫০০ জন তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং মন্ত্রী অখিল গিরি। অনুষ্ঠানে ছিলেন দেবপ্রসাদ মণ্ডল, বিপ্লব রায়চৌধুরি, সোহম চক্রবর্তী, তিলক চক্রবর্তী, সুকুমার দে প্রমুখ। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিধায়িকা অদিতি মুন্সি।