জাকির পুরভোটে ২১-এ ২১ চান

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে বিধায়ক জাকির হোসেন ডাক দিলেন, জঙ্গিপুরের কর্মীদের স্পষ্ট করে বলে দিলেন, লক্ষ্যে স্থির থাকতে হবে, ২১-এ ২১-ই চাই-ই চাই। বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখতে হবে। বিজেপির মতো বিদঘুটে শক্তিকে কোনওভাবেই এখানে জায়গা দেওয়া যাবে না। গণতান্ত্রিক পথেই বিজেপির মতো অপশক্তিকে দেশ তথা বাংলাছাড়া করে দেশকে রক্ষা করতে হবে।

আরও পড়ুন : Swasthasathi card ফিরিয়ে তদন্তের মুখে নার্সিংহোম

এ বিষয়ে নেতা-কর্মীদের শপথ নিয়ে এগোতে নির্দেশ দেন জাকির। বলেন, কে কী করছে দেখার দরকার নেই। ওদের কথায় কী আসে যায়! আমাদের এটা করে দেখাতেই হবে। আমার অ্যাকশন চাই। সিপিএম, কংগ্রেস যা করছে করুক, ওদের দিকে তাকানোর দরকার নেই। আমাদের ২১ ছুঁতেই হবে। বিধায়ক বলেন, কেন্দ্রের এই সরকার দেশের জন্য কিছু করেনি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি। যেটুকু কাজ করেছে, তা বাংলাকে কপি করে। যা আমরা পাঁচ-সাত বছর আগেই করে দিয়েছি। সবাইকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনেছি। আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের নকল করে নতুন আয়ুষ্মান ভারত চালু করেছে।

Latest article