প্রতিবেদন : কৃষকদের বিক্ষোভ মিটতে না মিটতেই এবার হবু-শিক্ষকদের (Teachers) বিক্ষোভে উত্তপ্ত হল উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, চাকরির দাবিতে শনিবার বিকেলে প্রায় ৭০ হাজার হবু-শিক্ষক মোমবাতি মিছিল করে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের দিকে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন। হবু-শিক্ষকরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।
আরও পড়ুন-আগামী বছরের শুরুতেই আসছে করোনার থার্ড ওয়েভ, জানাল কানপুর আইআইটি
পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ২০১৯ সালে সহকারী শিক্ষক নিয়োগের একটি পরীক্ষা নিয়েছিল যোগী সরকার। ৬৯ হাজার শূন্যপদ রয়েছে। কিন্তু ওই নিয়োগের পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন হবু-শিক্ষকরা। তাঁদের দাবি, অবিলম্বে যথাযথ নিয়ম মেনে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে। ৬৯ হাজার শূন্যপদের সঙ্গে রাজ্যে নতুন করে তৈরি হওয়া আরও ২২ হাজার শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে।
আরও পড়ুন-সাফল্যে গা না ভাসিয়ে আরও উন্নতি চান অক্ষর
এই ঘটনায় যোগীর পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী এবং রাজ্যের অন্যতম দুই বিরোধী দল সপা ও বসপা৷