নবদ্বীপ : চৈতন্যভূমি নবদ্বীপ শহর সংলগ্ন গৌরাঙ্গ সেতু রোড ফরেস্ট ডাঙায় ৩০ কোটি টাকায় গড়ে উঠেছে সংস্কৃত সাহিত্যচর্চা গবেষণা কেন্দ্র। মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অধীন ফরেস্ট ডাঙায়। ভবন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। শুরু হয়েছিল ২০১৫-র মে মাসে। দুই একর জমিতে গড়ে-ওঠা এই পাঁচতলা ভবনে ছ’শোর বেশি দেশ-বিদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা ও গবেষণা করতে পারবেন। যাঁরা গবেষণা করতে আসবেন, তাঁদের থাকার ব্যবস্থা রয়েছে। ভবন তৈরি হলেও কবে চালু হবে জানা যায়নি।
আরও পড়ুন : গ্রামে হাজির বাঘ, ভয় দেখিয়ে ধরা পড়ল রাতে
তবে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটি উদ্বোধন করবেন কি না জানা যায়নি। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। এই শহরে প্রথম থেকেই সংস্কৃতচর্চার প্রাণকেন্দ্র। পণ্ডিতেরা টোলে সংস্কৃতচর্চা করেছেন। একসময় নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড বলা হত। সেই নবদ্বীপ শহর সংলগ্ন ফরেস্ট ডাঙায় গড়ে উঠেছে সংস্কৃত সাহিত্যচর্চা গবেষণা কেন্দ্রটি। এটি গড়ে উঠলে চৈতন্যদেবের উপর যেমন গবেষণা হবে, তেমনি সংস্কৃতের প্রসার ব্যাপকতা লাভ করবে। স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং স্থানীয় নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ জানিয়েছেন, এটির উদ্বোধন দ্রুত করানোর চেষ্টা করছেন তাঁরা।