সংবাদদাতা, কাটোয়া : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে নিম্নচাপের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আলু, ডালশস্য ও আনাজের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। টানা দু’দিনের বৃষ্টিতে সব জমিতেই জল জমে। দ্রুত ফলনের জন্য কয়েকদিন আগেই জমিতে সেচ দিয়েছিলেন কৃষকরা। ফলে জমিগুলি ভিজেই ছিল। তার উপর বৃষ্টি হওয়ায় সব জলে জলাকার। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আলু, সরষে, মটরশুঁটি, ফুলকপি ও বাঁধাকপির। জেলা জুড়ে ৭২ হাজার হেক্টর জমিতে জ্যোতি আলুর চাষ হয়।
আরও পড়ুন : নবদ্বীপে সংস্কৃত সাহিত্যচর্চা গবেষণা কেন্দ্র
ইতিমধ্যে ২৫ হাজার হেক্টর জমিতে আলু বসানোর কাজ সারা। একাইহাটের সুশান্ত মণ্ডল, চরমণ্ডলহাটের সুজিত দরানি, গোবিন্দপুরের প্রদীপ সরকাররা বলছিলেন, ‘‘ধারদেনা করে চাষ করেছি। বৃষ্টিতে সব শেষ হয়ে গেল! কীভাবে যে পরিস্থিতি সামলাব, বুঝে উঠতে পারছি না।’’ কাটোয়া মহকুমা এলাকার ৫ ব্লকে ৮৭৭ একর জমিতে শীতকালীন সবজি ও ডালশস্য চাষ করা হয়েছিল। কৃষি আধিকারিক আজমের মণ্ডল বলছিলেন, ‘‘বৃষ্টি ধরলে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা হবে।’’ জেলা জুড়ে এখনও ১৭ শতাংশ জমির ধান মাঠে পড়ে রয়েছে। জমিতে জল ঢুকে পড়ায় মেশিন নামিয়েও ধান কাটার উপায় নেই।