আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বহরমপুরে, মুর্শিদাবাদ উন্নয়নে ৭০০ কোটি

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর : উন্নয়নের ডালি নিয়ে মুর্শিদাবাদ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, বহরমপুরের রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ থেকে প্রায় ৭০০ কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বুধবার বিকেলে জেলার বিভিন্ন আধিকারিক ও দলের বিধায়ক-সাংসদকে নিয়ে প্রশাসনিক বৈঠকে মিলিতও হবেন। ২০২১-এর বিধানসভা ভোটের পর এই প্রথম মুর্শিদাবাদ আসছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর আগমন ঘিরে তুমুল উন্মাদনা জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে। তাছাড়া জেলার ২২টি বিধানসভার ২০টিতে জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়করা ‘দিদি’কে কাছে পাবেন বলে উচ্ছ্বসিতও। প্রশাসনিক বৈঠক ঘিরে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন।

আরও পড়ুন : বৃষ্টিতে ক্ষতি চাষের

মঙ্গলবার দুপুরে জেলাশাসক ও পুলিশ সুপার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রস্তুত পুরসভাও। ইতিমধ্যেই ব্যারাক স্ক্যোয়ার মাঠের চারিদিকে ১২২টি পথবাতি লাগানো হয়েছে। সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী বুধবার রাতে থাকবেন বলে ঢেলে সাজা হয়েছে রাস্তা-সহ গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর নানা জনমুখী প্রকল্প তুলে ধরতে রাস্তার দু’দিকে টাঙানো হয়েছে ফ্লেক্স। পুরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে ৩৫ কোটি, গোরাবাজার ও খাগড়া শ্মশানঘাটের দুটি বৈদ্যুতিক চুল্লি প্রকল্পে ২ কোটি ৬৭ লক্ষ টাকার শিলান্যাস হবে। এছাড়া পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-সহ বিভিন্ন প্রকল্পের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী। পুরসভার বিভিন্ন প্রকল্পের ঘোষণাও করবেন বলে আশা করা হচ্ছে। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, ‘‘১৫০ কোটি টাকার জলপ্রকল্প এবং ৫০০ কোটিরও বেশি অর্থ ব্যয়ে জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন বলে জানা গিয়েছে।’’

Latest article