সংবাদদাতা, আলিপুরদুয়ার : পুর এলাকায় চলছে উন্নয়নের মহাযজ্ঞ। পুরসভার প্রশাসকের দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশমতো উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়েছেন নতুন পুর প্রশাসক প্রসেনজিৎ কর। শহরের মানুষের অভাব অভিযোগের মধ্যে দিয়ে উঠে আসা সমস্যাগুলো দ্রুত দূর করতে চলছে বিভিন্ন কাজ। বর্ষায় জল জমা রুখতে নতুন নিকাশি ব্যবস্থার কাজ প্রায় শেষ। রাস্তা তৈরির কাজও সম্পন্ন। অনান্য বেশ কিছু কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন : আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বহরমপুরে, মুর্শিদাবাদ উন্নয়নে ৭০০ কোটি
পাড়ায় সমাধানের মাধ্যমে রাস্তাঘাটের যে সমস্ত অভিযোগ তাঁর কাছে এসেছে সেগুলোর অধিকাংশই সমাধান হয়ে গিয়েছে। কোথাও নতুন করে তৈরি হয়েছে পিচ বা কংক্রিটের রাস্তা, কোথাও ভাঙা রাস্তা মেরামত করে একেবারে ঝাঁ চকচকে নতুনের রূপ দেওয়া হয়েছে। যে সমস্ত ওয়ার্ডে নিকাশি নালার সমস্যা প্রকট, সেই সব এলাকায় নতুন করে নিকাশি নালা তৈরি হচ্ছে। পুরপ্রশাসক নিজে সমস্ত কাজের জায়গা পরিদর্শন করে কাজের গুণগত মান পরীক্ষা করে দেখছেন। তিনি বলেন, ‘‘কয়েক কোটি টাকা এলাকার উন্নয়নের কাজে ব্যয় করা হয়েছে।’’