প্রতিবেদন : আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট (KMC) ঘিরে যাতে অশান্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। ১৪৪টি ওয়ার্ডের ৪ হাজার ৭৪২টি বুথের মধ্যে ২৫ শতাংশ বুথে সিসিটিভি বসানো হচ্ছে। তবে বুথে ওয়েবকাস্টিং হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কমিশনের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন-জেলায় জেলায় এবার সিনার্জি
পাশাপাশি শুধুমাত্র ভোটের দিন মোতায়েন করা হচ্ছে ২৩ হাজার পুলিশ কর্মী ও আধিকারিককে। ভোট গণনার দিন আলাদা বাহিনী থাকবে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারেন, তার জন্যও বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে।